হালদা নদীকে দূষণের দায়ে এশিয়ান পেপার মিল বন্ধের নির্দেশ

প্রকাশ : ১৮ আগস্ট ২০১৯, ১৭:৫৫

বাংলাদেশের মিঠা পানির মাছের একমাত্র প্রজননক্ষেত্র হালদা নদী। বর্জ্য অপসারণের মাধ্যমে হালদা নদী দূষণের দায়ে চট্টগ্রামের এশিয়ান পেপার মিলসের উৎপাদন বন্ধ সাময়িকভাবে রাখার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদফতর।

সঠিক বর্জ্য ব্যবস্থাপনা ও তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) সার্বক্ষণিকভাবে চালু না হওয়া পর্যন্ত এই কারখানা বন্ধ থাকবে বলে নির্দেশনায় বলা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) দুপুরে হালদা নদী দূষণের অভিযোগের ওপর শুনানি শেষে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক এই আদেশ দিয়েছেন। অধিদফতরের কার্যালয়ে কারখানার প্রতিনিধিদের উপস্থিতিতে শুনানি হয়েছে।

অধিদফতরের চট্টগ্রাম মহানগরের সহকারি পরিচালক সংযুক্তা দাশগুপ্তা বলেন, ঈদুল আজহার ছুটির সময় এশিয়ান পেপার মিলস থেকে বর্জ্য হালদা নদীতে ফেলা হয়। এই সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর গত ১৪ আগস্ট আমরা পরিদর্শন করে এর সত্যতা পাই। এর আগেও আমরা তাদের অনেকবার সতর্ক করেছি, জরিমানাও করা হয়েছিল। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। এজন্য তাদের শুনানিতে হাজির থাকার নোটিশ দেওয়া হয়েছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত