ট্রেনের অগ্রীম টিকিট ফেরত দেওয়া যাবে

প্রকাশ : ১০ আগস্ট ২০১৯, ১৫:২৫

ঢাকা-টাঙ্গাইল সড়কে প্রায় ৪০ কিলোমিটার ব্যাপী যানযটে নাকাল ঈদে বাড়ি ফেরা যাত্রীরা। একই অবস্থা মাওয়া, পাটুরিয়া ফেরী ঘাটেও। ট্রেনেও চলছে শিডিউল বিপর্যয়।

তবে, রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শিডিউল বিপর্যয়ের কারণে টিকিটের টাকা ফেরত নিতে চাইলে নিতে পারবেন যাত্রীরা। তথ্য নিশ্চিত করেছেন রেল মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন।

মোফাজ্জল হোসেন বলেন, 'শনিবারের (১০ আগস্ট) ট্রেনগুলোতে এ সুযোগ দেওয়ার সুযোগ নেই। আগামীকাল বরিবার (১১ আগস্ট) ট্রেনগুলোর ক্ষেত্রে এ সুযোগ দেওয়া হবে। কেউ চাইলে তাকে অগ্রিম টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।'

তবে রবিবারের মধ্যে শিডিউল বিপর্যয় কাটিয়ে নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন রেল সচিব। তবে যাত্রীরা চাইলে টিকিটের টাকা তুলে নিতে পারবেন।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ১-৬ নম্বর বগিতে ফেরত নেওয়া হবে অগ্রীম টিকিট। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত