টোল আদায় বন্ধ

বঙ্গবন্ধু সেতুর দুই পাশে ৬০ কিমি যানজট

প্রকাশ : ০৯ আগস্ট ২০১৯, ১৫:৫০

টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশ এবং পশ্চিমপাশে দীর্ঘ ৬০ কিলোমিটারের মতো দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ফলে বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বন্ধ করে দিয়েছে সেতু কর্তৃপক্ষ।

শুক্রবার (৯ আগস্ট) সকাল থেকেই থেমে থেমে যানবাহন চলছে। এছাড়াও বাকি অংশে খুবই ধীরগতিতে যানবাহন চলছে।

রাত থেকে বৃষ্টি ও মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন বিকল হওয়ার কারণে এ যানজটের সৃষ্টি হয়। তবে মহাসড়কে দায়িত্বরত পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।

পুলিশ জানায়, কোরবানির পশুবাহী ট্রাকের পাশাপাশি অতিরিক্ত যানবাহনের চাপে এ অবস্থা সৃষ্টি হয়েছে। মহাসড়ক যানজটমুক্ত রাখতে আট শতাধিক পুলিশ ও ১৯০ জন আনসারসহ দেড় শতাধিক লোক দায়িত্ব পালন করছে। এছাড়াও মহাসড়কে চলাচল কারী যাত্রীরা যাতে ছিনতাই ও অজ্ঞানপার্টির খপ্পরে না পড়েন তার জন্য গোয়েন্দা তৎপরতা রয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম বলেন, হঠাৎ করেই একদিকে যানবাহনের চাপ, অন্যদিকে হুড়োহুড়ি করে যাবার সময় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত