রেলওয়ে আজ ২৭ হাজার টিকিট বিক্রি করবে

প্রকাশ : ০১ আগস্ট ২০১৯, ১২:০৯

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আজ বৃহস্পতিবার (১ আগস্ট) অগ্রিম ২৭ হাজার ৮৮৫ টিকিট বিক্রি করবে। রেলওয়ে স্টেশনে চতুর্থ দিনের মতো রংপুর, রাজশাহী ও খুলনা অঞ্চলের টিকিট বিক্রি করা হবে।

বাংলাদেশে ১২ আগস্ট পবিত্র ঈদ উদযাপন হবে ধরে নিয়ে রেলসহ বিভিন্ন পরিবহন ঘরমুখো মানুষের কাছে অগ্রিম টিকিট বিক্রি করছে। ১৩ হাজার ৯৪৩টি টিকিট বিক্রি  ঢাকার পাঁচটি রেলওয়ে স্টেশনের কাউন্টারে। আর ১৩ হাজার ৯৪২ টিকিট বিক্রি হবে অনলাইনে।

ঢাকার যে পাঁচটি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে, সেগুলো হলো কমলাপুর রেলওয়ে স্টেশন, বিমানবন্দর স্টেশন, বনানী স্টেমন, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া স্টেশন।

রেলওয়ের তথ্য মতে, ১ আগস্ট বিক্রি হবে ১০ আগস্টের টিকিট ও ২ আগস্ট বিক্রি হবে ১১ আগস্টের অগ্রিম টিকিট। প্রতিদিন সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।

এবার টিকিট বিক্রির বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন রেল মন্ত্রণালয়ের পরিচালক অপারেশন মিয়া জাহান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত