মিরপুরে একই পরিবারের ৫ জঙ্গি আটক

প্রকাশ : ২৭ জুলাই ২০১৯, ১২:১০

রাজধানীতে জঙ্গিবিরোধী অভিযানে একই পরিবারের ৫ জনকে আটক করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

মিরপুরে রূপনগর এলাকায় অভিযানে দুই নারী ও ৩ পুরুষ সদস্যকে গ্রেপ্তার করে এটিইউ। জানা যায়, আটককৃতরা নিষদ্ধ সংগঠন আনসার আল ইসলামের সদস্য।

এন্টি টেররিজম ইউনিটের ভাষ্যমতে, পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গীরা দেশীয় অস্ত্র দিয়ে পুলিশের উপর হামলা করে। পরে পুলিশও পালটা গুলি ছোড়ে। এতে দলের প্রধান আবু মোহাম্মদ সালাহ জাকারিয়া আহত হয়। এসময় তিন পুলিশ সদস্যও আহত হয় বলে জানানো হয়েছে।

অভিযানে আটকরা হলেন- আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া, কিবরিয়া  ও আহম্মদ আল। নারী দুজনের নাম হলো সালমা আহমেদ (৫০) ও আসমা ফেরদৌস রিফা (২৫)। তাদের মধ্যে জাকারিয়া ও সালমা স্বামী-স্ত্রী, অন্যরা তাদের সন্তান।

এসময় আস্তানা থেকে দেশীয় অস্ত্র সহ বিস্ফোরক দ্রব্য ও জিহাদী বই উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত