জবানবন্দি প্রত্যাহার করতে চান আয়শা সিদ্দিকা

প্রকাশ : ২৫ জুলাই ২০১৯, ১৫:১৮

বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া জবানবন্দি প্রত্যাহার করতে চান বলে জানিয়েছেন রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আয়শা সিদ্দিকা মিন্নি।

২৪ জুলাই (বুধবার) বরগুনা জেলা কারাগারে মিন্নির আইনজীবীরা তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি তাদেরকে এসব কথা জানান।

গতকাল দুপুর ১টার দিকে বরগুনা জেলা কারগারে মিন্নির সঙ্গে সাক্ষাৎ করতে যান তাঁর আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম ও সাইফুর রহমান সোহাগ।

অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম বলেন, খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁকে কিছু আইনি পরামর্শ দেওয়ার জন্য আমি মিন্নির সঙ্গে দেখা করতে যাই। তবে তিনি মানসিকভাবে বিপর্যস্ত এবং শারীরিকভাবেও অসুস্থ।

মিন্নির বরাত দিয়ে তিনি আরও জানান, রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে যে জবানবন্দি মিন্নি  দিয়েছেন, তা পুলিশ শিখিয়ে দিয়েছে। তাই সেই জবানবন্দি প্রত্যাহার করতে চাচ্ছেন তিনি।

মিন্নির বাবা বলেন, এই হত্যাকাণ্ডে জড়িত প্রভাবশালী মহলকে আড়াল করতে মিন্নিকে ফাঁসানো হচ্ছে। তিনি মনে করেন, পুলিশ সঠিকভাবে তদন্ত করলে এবিষয়ে সব তথ্য বেরিয়ে আসবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত