স্কুলছাত্রীকে উত্যক্ত করায় জরিমানা

প্রকাশ : ২৪ জুন ২০১৯, ১২:০২

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় সজীব আহমেদ (১৮) নামের এক বখাটের ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা এ রায় প্রদান করেন। বখাটে সজীব মধুপুর উপজেলার পালবাড়ী গ্রামের ওয়াজ আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ধনবাড়ী উপজেলার ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে সজীব প্রায়ই উত্যক্ত করত। রবিবার ওই স্কুলছাত্রী স্কুলে আসার পথে উত্যক্ত করার সময় স্থানীয় জনতা তাকে আটক করে ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের জিম্মায় দেন। 

ভাইঘাট উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক মেজাম্মেল হক এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বখাটে সজীব প্রতিনিয়তই স্কুলে আসা-যাওয়ার পথে বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে উত্যক্ত করত। উত্যক্ত করার সময় সজীবকে স্থানীয় জনতা হাতেনাতে ধরে স্কুলে নিয়ে আসে। বিষয়টি আমি ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকাকে জানালে তিনি পুলিশ পাঠিয়ে বখাটে সজীবকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে বখাটে সজীবকে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা ৭ হাজার টাকা জরিমানা করে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে তাকে ছেড়ে দেন। 

এ ব্যাপারে ধনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভ্রাম্যমান আাদলতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা বখাটে সজীব আহমেদকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত