'আদালতে এসি স্থাপনে নির্দেশ কেন দেয়া হবে না'

প্রকাশ : ২৩ জুন ২০১৯, ১৮:৩২

সাহস ডেস্ক

সারাদেশের আদালতের এজলাস কক্ষগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) স্থাপনে নির্দেশ কেন দেয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রবিবার (২৩ জুন) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।

আদেশে আগামী ৪ সপ্তাহের মধ্যে আইন সচিব, বিদ্যুৎ সচিব, অর্থ সচিব, গণপূর্ত সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল জনস্বার্থে এডভোকেট মকছেদ আলী সারাদেশের আদালতের এজলাস কক্ষগুলোতে এসি স্থাপনের নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করেন।

রিটকারী আইনজীবী মকছেদ আলী বলেন, "গ্রীষ্মকালীন সময়ে আদালতগুলোতে বিচার কাজ পরিচালনার সময় আইনজীবী ও বিচার প্রার্থীদের অতিরিক্ত গরমে দূর্ভোগে পড়তে হয়। এতে বিচার কাজ বিঘ্নিত হয়। এজলাস কক্ষগুলোতে যদি এসি স্থাপন করা হয় তাহলে বিচারক, আইনজীবী ও বিচার প্রার্থীরা সাবলীলভাবে অবস্থান করতে পারবেন। এছাড়া এটা বিচার বিভাগের আধুনিকায়নেরও একটা অংশ"।

সাহস২৪.কম/জয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত