নাগরিক তথ্য সংগ্রহে সময় বাড়লো ২ দিন

প্রকাশ : ২২ জুন ২০১৯, ১২:০৮

সাহস ডেস্ক

'নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ-২০১৯' এর কার্যক্রমে আরোও দুই দিন সময় বাড়ানো হলো । শুক্রবার (২১ জুন) ডিএমপির এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।

ফলে ২১ জুন 'নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ-২০১৯' শেষ হওয়ার কথা থাকলেও নতুন ঘোষণায় তা শেষ হবে ২৩ জুন।

গুলশানের হলি আর্টিসানে সন্ত্রাসী হামলার পর প্রথমবারের মতো ঢাকাবাসীর তথ্য সংগ্রহের উদ্যোগ নেয় ডিএমপি। ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে এই নিবন্ধন কার্যক্রম শুরু হয়। সর্বপ্রথম রমনা থানা থেকে সফটওয়্যার ভিত্তিক ডাটাবেজে তথ্য সংরক্ষণ করা হয়। তবে গত ৩ বছরে অনেকে বাড়ি ছেড়েছেন এবং নতুন করে বাড়িতে উঠেছেন, বিধায় এ তথ্য আবারও হালনাগাদের উদ্যোগ নেয় ডিএমপি।
 
উল্লেখ্য, ১৫ জুন থেকে ঢাকা মেট্রোপলিটনে বসবাসরত নগরবাসীর তথ্য সংগ্রহের কার্যক্রম 'নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ-২০১৯' শুরু হয়।

পুলিশ জানিয়েছে, সংগৃহীত তথ্যের ডাটাবেজে প্রত্যেক ভাড়াটিয়ার জন্য একটি স্বতন্ত্র (ইউনিক) কোড নম্বর দেয়া হচ্ছে। নিবন্ধিত কেউ অপরাধ করলে তাকে দ্রুত শনাক্তসহ আইনের আওতায় আনার জন্যই এই উদ্যোগ নেয় হয়েছে।

সাহস২৪.কম/জয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত