কক্সবাজারে ১৮ জন রোহিঙ্গা আটক

প্রকাশ : ০৮ জুন ২০১৯, ১৩:৪৭

সাহস ডেস্ক

কক্সবাজার শহরের লিংকরোড এলাকা থেকে ১৮ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ জুন) দিনগত রাতে একটি মাইক্রোবাসে করে কক্সবাজার থেকে উখিয়ার দিকে যাওয়ার সময় তাদের আটক করা হয়। এদের মধ্যে রশিদ উল্লাহ, ইউনুস, রফিক ও লিয়াকত আলীর পরিচয় জানা গেছে।

এদিকে অসমর্থিত একটি সূত্র বলছে, রোহিঙ্গা ক্যাম্পে এই দলটি দীর্ঘদিন ধরে খুন-ছিনতাই, রাহাজানি, রোহিঙ্গা নারীদের ধর্ষণ ও অপহরণপূর্বক মুক্তিপণ আদায়সহ নানা অপরাধ কর্মকাণ্ড করে আসছে। আতাউল্লাহ নামে একজন কথিত কমান্ডার এসব রোহিঙ্গা সন্ত্রাসীদের নেতৃত্ব দিয়ে আসছেন।

কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, আটক রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কাছে থেকে কিছু পাওয়া যায়নি। তাদের আমরা সন্ত্রাসী বলতে পারছি না।

ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদে তারা বলেছে, ক্যাম্পের মাঝিকে বলে ঈদ উপলক্ষে মাইক্রোবাস ভাড়া করে কক্সবাজার বেড়াতে এসেছে। কক্সবাজার থেকে উখিয়া চলে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে। তবে তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত