রামগতিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ১

প্রকাশ : ০৫ জুন ২০১৯, ১৬:৫৭

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মালামালসহ ১১টি দোকানঘর ও ৩টি বাসা পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত আড়াইটার দিকে উপজেলা সদর আলেকজান্ডার বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, রাত ২টা ৩০মিনিটের দিকে বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি ও কমলনগর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে বাজারের বাসাসহ ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে মুদি দোকান, আরএফএল শো-রুম, মালের গুদাম, আমের আড়ৎ ও ৩টি বাসায় আগুন লেগে ভস্মিভূত হয়ে যায়। 

রামগতি ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার মো: খোরশেদ আলম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং রামগতি ও কমলনগর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট যৌথভাবে কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় আমাদের সদস্য মো: মামুন হোসাইন গুরুতর আহত হয়।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত