কেমিক্যাল দিয়ে পাকানো ৪০০ মণ আম ধ্বংস করল র‍্যাব

প্রকাশ : ২৩ মে ২০১৯, ১১:৪৪

সাহস ডেস্ক

ক্ষতিকর কেমিক্যাল দিয়ে পাকানো ৪০০ মণ আম ধ্বংস করেছে র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২২ মে) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আমের আড়তে অভিযান চালিয়ে এসব অপরিপক্ব আম ধ্বংস করা হয়।

সারোয়ার আলম বলেন, যে আমগুলো বিক্রি করা হচ্ছিল সেগুলো জুনের প্রথম সপ্তাহের দিকে বাজারে আসার কথা। অপরিপক্ব আম আগেভাগে পেড়ে নিয়ে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে পাকানো হচ্ছিল। এ কারণে নয়টি আড়তে মোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

কেমিক্যাল দিয়ে আম পাকানো আড়গুলো হলো: মা এন্টারপ্রাইজ, সাদ্দাম ট্রেডার্স, নাঙ্গলকোট বাণিজ্যালয়, শাহ চন্দ্রপুরী সবজি ভাণ্ডার, নান্নু এন্টারপ্রাইজ, মাদারীপুর বাণিজ্যালয়, সজীব ট্রেডার্স ও সাবিহা বাণিজ্যালয়।

এর আগে গত ১২ মে রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জাত ভেদে আম বাজারজাত করার তারিখ ঠিক করে দেওয়া হয়।

প্রথম দফায় ১৫ মে থেকে গুটি আম নামানোর সিদ্ধান্ত হয় ওই বৈঠকে। এর পর পর্যায়ক্রমে ২০ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানিপাসান্দ ও লক্ষ্মণভোগ, ক্ষীরশাপাত বা হিমসাগর ২৮ মে থেকে, ল্যাংড়া ৬ জুন, আম্রপালি, ফজলি ও সুরমা ফজলি ১৬ জুন থেকে ও আশ্বিনা আম ১ জুলাই থেকে বাজারজাত করার সিদ্ধান্ত হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত