বেলকুচি থেকে অপহৃত স্কুলছাত্রী নারায়ণগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার দুই

প্রকাশ : ১২ মে ২০১৯, ২১:৪৪

সিরাজগঞ্জের বেলকুচি থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার এবং এঘটনায় অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১২।

সিরাজগঞ্জ র‌্যাব ১২ হেডকোয়ার্টারের এক সংবাদ সম্মেলনে র‌্যাব ১২ অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ্ আল মোমেন পিপিএম জানান, ১ মে সকালে সিরাজগঞ্জ বেলকুচি থানার একটি স্কুলছাত্রী বাড়ি থেকে কোচিং এ যাওয়ার পথে তৌহিদ ইমাম সনেট ও তার মা শিরিনা আক্তার অপহরণ করে নিয়ে যায়। এব্যাপারে মেয়েটির বাবা সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ১ একটি অপহরণ মামলা দায়ের করেন। 

গত ১০ মে র‌্যাব ১২ এর একটি বিশেষ টিম মামলার আসামি শিরিনা আক্তারকে গ্রেপ্তার করে। শিরিনার দেয়া তথ্যানুসারে র‌্যাব ১২ একটি টিম নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার গ্রামে অভিযান পরিচালনা করে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে এবং তৗহিদ ইমাম সনেটকে গ্রেপ্তার করে।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের পরে বেলকুচি থানায় সোপার্দ করা হবে। আর অপহৃত স্কুলছাত্রীকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারে নিকট হস্তান্তর করা হবে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত