রাজাপুরে কালভার্ট ভেঙে ৩ মোটরসাইকেল আরোহী আহত

প্রকাশ : ১০ মে ২০১৯, ১৫:৩৩

রহিম রেজা

ঝালকাঠির রাজাপুরে ঝুঁকিপূর্ণ ঢালাই কালভার্ট ভেঙে মোটরসাইকেলের চালকসহ ৩ আরোহী আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে উপজেলার আমিনবাড়ি-ফুলুহার-আমতলা সড়কের সদর ইউনিয়নের দক্ষিণ বারবাকপুর গ্রামের আমিনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে সদর ও সাতুরিয়া ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সর্বসাধারণ।

আহতরা হলেন- বারবাকপুর গ্রামের হারুনের ছেলে মোটরসাইকেল চালক নাঈম হোসেন (১৯), খালেকের ছেলে রাজু হাওলাদার (২০) ও খলিল হাওলাদারের ছেলে হৃদয় (১৭)। আহতদের রাতেই স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি ওই এলাকার শ্যানেরখাল খননকালে ওই বক্স কালভার্টের গোড়ার মাটি সরে যায় এবং পানির স্রোতে মাটি ধুয়ে ফাঁকা হয়ে যায়। চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় কালভার্টের উপর মোটরসাইকেল উঠেলেই সড়কসহ বক্সকালভার্টটি ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে ওই সড়ক থেকে যাত্রীবাহী টেম্পো, পিকআপ, মোটরসাইকেল, রিক্সাসহ সকল যানবাহন চলাচলা বন্ধ থাকায় সদর ইউনিয়ন ও সাতুরিয়া ইউনিয়নের সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

উপজেলা এলজিইডির প্রকৌশলী হাবিবুর রহমান জানান, খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত