রমজানে ঢাকায় গরুর মাংসের কেজি ৫২৫ টাকা নির্ধারণ

প্রকাশ : ০৬ মে ২০১৯, ১৮:১৪

সাহস ডেস্ক

আসন্ন পবিত্র রমজান মাসে গরুর মাংসসহ বিভিন্ন মাংসের সর্বোচ্চ দাম বেঁধে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (৬ মে) নগরভবনে মাংস বিক্রেতাদের সাথে বৈঠকের পর দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন নতুন মূল্য তালিকা নির্ধারণ করে দেন।

এ তালিকায় কেজি প্রতি গরুর মাংস ৫২৫ টাকা, মহিষের মাংস ৪৮০টাকা, খাসির মাংস ৭৫০টাকা এবং ভেড়ার মাংস ৬৫০ টাকা রাখার সিদ্ধান্ত হয়েছে।

গত বছরের একই সময়ের তুলনায় এবার প্রতি কেজি গরুর মাংস ৭৫টাকা, মহিষের মাংস ৬০ টাকা, খাসির মাংস ৩০টাকা এবং ভেড়ার মাংস ৫০টাকা দাম বাড়ানো হয়েছে।

ডিএনসিসি মেয়র জানান, আগামী ২৭ রমজান পর্যন্ত এ মূল্য তালিকা অপরিবর্তিত থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত