বাংলাদেশে আইএসের হামলার কোনও তথ্য নেই: যুক্তরাজ্য

প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৯, ১৫:৪৪

সাহস ডেস্ক

বাংলাদেশে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের হামলার কোনও তথ্য নেই বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার।

রবিবার (২৯ এপ্রিল) যুক্তরাজ্য সরকার তাদের সবশেষ ভ্রমণ বিষয়ক তথ্য আপডেট করে এটি জানিয়েছে।

সেখানে বলা হয়েছে, সাম্প্রতিক মিডিয়া রিপোর্টে বাংলাদেশে বিভিন্ন লক্ষ্যবস্তুতে দায়েশ (আগে আইসিল নামে পরিচিত) হামলা চালাতে পারে বলে জানানো হয়েছে। আমরা এ ধরনেরও কোনও হুমকির ব্যাপারে অবগত নই।

এর আগে ইসলামিক স্টেটপন্থি (আইএস) একটি টেলিগ্রাম চ্যানেল সম্প্রতি বাংলায় ‘শিগগিরই আসছি’ লেখা পোস্টার প্রকাশ করেছে। এর ফলে ভারতীয় গোয়েন্দারা সন্দেহ করছে যে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে হামলা চালাতে পারে এই জঙ্গি সংগঠনটি। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া দেশটির গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানায়, গোয়েন্দারা ওই পোস্টারের বিষয়টি খতিয়ে দেখছে।

খবরে বলা হয়, বৃহস্পতিবার রাতে ওই পোস্টার ইন্টারনেটে ছাড়া হয়। সেখানে বাংলায় লেখা ছিল-‘শিগগিরই আসছি, ইনশাল্লাহ…।’ ওই পোস্টারের ওপর আল মুরসালাত নামে একটি গ্রুপের লোগো ছিল। গত ২১ এপ্রিল শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার কারণে এই পোস্টারটিকে সিরিয়াসভাবে নিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত