বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৯, ১৬:১৭

সাহস ডেস্ক

যুক্তরাষ্ট্র সবসময় গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

ড. একে আবদুল মোমেন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো গত রবিবার তিন দিনের সফরে যুক্তরাষ্ট্র যান। নিউইয়র্কে ১২ ঘণ্টা অবস্থানের পর সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে যান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার দিনের প্রথম কর্মসূচির অংশ হিসেবে ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্টেট ডিপার্টমেন্টে বৈঠক। প্রায় পৌনে এক ঘণ্টা দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ফিরে যান বাংলাদেশ হাইকমিশনে। সেখানেই ব্যাখ্যা করেন আলোচনার বিষয়গুলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত