চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

প্রকাশ : ২৫ মার্চ ২০১৯, ১৯:৩১

সাহস ডেস্ক

চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাকচাপায় জুঁই খাতুন (৮) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন।

২৫ মার্চ (সোমবার) বিকেল ৫টার দিকে উপজেলার মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুঁই খাতুন মনোহরপুর গ্রামের মাঠপাড়া এলাকার জসিম উদ্দীনের মেয়ে। সে আনন্দ প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

এদিকে, এ দুর্ঘটনার পর থেকেই নিহতের মরদেহ রাস্তায় রেখেই সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা। এতে চুয়াডাঙ্গা-যশোর মহাসড়কে সবধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে লতিফ ব্রিকসের একটি ট্রাক জীবননগর উথলী থেকে মনোহরপুরের দিকে যাচ্ছিলো। ট্রাকটি মনোহরপুর বাজার এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্কুলছাত্রী জুঁইকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা রাস্তা আটকে অবরোধ করে। এতে চুয়াডাঙ্গা-যশোর মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বিচারের আশ্বাস দিলে প্রায় দেড় ঘণ্টা পর ব্যারিকেড তুলে নেয় এলাকাবাসী।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া জানান, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত। সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘাতক ট্রাকের চালককে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত