ঢাকা হবে সেফ সিটি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ২২ মার্চ ২০১৯, ১৭:৫৭

সাহস ডেস্ক

সড়ক দুর্ঘটনা, যানজট হ্রাস ও অপরাধ কমিয়ে ঢাকা শহরকে নিরাপদ ঢাকা শহরে রূপান্তরের জন্য ‘সেফ সিটি’ নামে একটি প্রকল্পের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শুক্রবার (২২ মার্চ) জুমার নামাজের আগে রাজধানীর মগবাজারের ২৮৮/২, নয়াটোলা এলাকায় ৬ তলাবিশিষ্ট বায়তুল হাসান (রা.) জামে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধনের আগে বক্তৃতাকালে তি‌নি এ প‌রিকল্পনার কথা জানান।

মসজিদের কাজের উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নয়াটোলা আমবাগানের এ জায়গাটি একসময় পরিত্যক্ত অবস্থায় ছিল। ধর্মপ্রাণ প্রধানমন্ত্রী আমার আবেদনের পরিপ্রেক্ষিতে সাড়ে ৭ কাঠা আয়তনের এ জায়গাটিতে একটি মনোরম মসজিদ নির্মাণ করার জন্য মাত্র ১ হাজার ১ টাকার বিনিময়ে এলাকাবাসীকে দান করেন। এলাকার লোকজনের স্বপ্ন আজ বাস্ববায়িত হচ্ছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে জঙ্গিবাদ এখন নিয়ন্ত্রণে রয়েছে। আমরা জঙ্গিদেরকে দমন করতে পেরেছি। বিশ্বের অন্য যেসব দেশে জঙ্গি হামলা হচ্ছে সেসব দেশ তা দমন করতে পারবে বলে আমরা আশা করছি।’

মসজিদের নির্মাণ কাজ উদ্বোধনের সময় মগবাজার এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত