লাশ নিয়ে যাওয়ার সময় লাশ হলেন অ্যাম্বুলেন্স চালক

প্রকাশ : ২২ মার্চ ২০১৯, ১৩:১৯

সাহস ডেস্ক

লাশ নিয়ে যাওয়ার সময় লাশ হলেন অ্যাম্বুলেন্স চালক। অ্যাম্বুলেন্স করে মাগুরায় লাশ নিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন (২৮) নামে ওই অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন।

২২ মার্চ (শুক্রবার) সকাল সাড়ে ১০টার দিকে মাগুরা-যশোর সড়কের মঘীর ঢাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নিহত অ্যাম্বুলেন্স চালক আবুল হোসেনের বাড়ি গোপালগঞ্জ জেলা বলে পুলিশ জানিয়েছে। 

মাগুরা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লিটন জানান- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক নারীর লাশ নিয়ে অ্যাম্বুলেন্সটি খুলনার ডুমুরিয়ায় যাচ্ছিল। পথে মাগুরা-যশোর সড়কের মঘীর ঢাল নামক স্থানে পৌঁছালে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লাগে। এতে অ্যাম্বুলেন্স চালক নিহত এবং অপর পাঁচ যাত্রী আহন হন। এ ঘটনায় মামলা হয়েছে।

অ্যাম্বুলেন্সে থাকা মৃত সালমা বেগমের মেয়ে ময়না বেগম জানান, ‘সালমা বেগমের দাফনকার্য সম্পন্ন করার জন্য তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খুলনার ডুমুরিয়ায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত