চাঁপাইনবাবগঞ্জে ফিল্টার পানি প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ : ২০ মার্চ ২০১৯, ১৬:২৯

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে সদর উপজেলার দূগাপুর গ্রামে অবস্থিত লুসিড ড্রিংকিং ওয়াটার নামের ফিল্টার খাবার পানি প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) দুপুরে প্রতিষ্ঠানটি পরিদর্শনে নোংরা পরিবেশে পানি প্রক্রিয়াজাতকরণ, প্রক্রিয়াকরণে মেয়াদোত্তীর্ণ রাসায়নিক ব্যবহার, ২০১৭ সাল থেকে যথাযথ পরীক্ষা ছাড়াই উৎপাদিত পানি বাজারজাতকরণ, কেমিস্ট ছাড়া ল্যাব অকেজো অবস্থায় পাওয়া গেলে এ জরিমানা করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম জানান, ভোক্তাদের সাথে প্রতারণার সামিল ওইসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে জরিমানাসহ মান বজায় রাখতে কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশনা দিয়ে সময় বেঁধে দেয়া হয়েছে। এ ছাড়া পানি বিক্রির রশিদ প্রদানেরও নির্দেশ দেওয়া হয়েছে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত