চাঁপাইনবাবগঞ্জে দুর্যোগ প্রস্তুতি মহড়া

প্রকাশ : ১০ মার্চ ২০১৯, ২০:১০

র‌্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও দুর্ঘটনায় উদ্ধার এবং অগ্রি নির্বাপণ মহড়ার মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় দুর্য়োগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

রবিবার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি জেলা প্রশাসক কার্য়ালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গিয়ে মহড়ায় মিলিত হয়।

কর্মসূচীতে অংশ নেন জেলা প্রশাসক এজেডএম নূরুল হক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. চিত্রলেখা নাজনীন, অতিরিক্ত জেলা প্রশাসক একেএম তাজকির-উজ-জামান, নবাবগঞ্জ সরকারি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. শংকর কুমার কুন্ডু, বাংলা বিভাগীয় প্রধান ড. মাযহারুল ইসলাম তরু, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা হাসানুজ্জামান ফৌজদার, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ প্রমুখ।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত