বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নব-নির্বাচিত মেয়রের শ্রদ্ধা নিবেদন

প্রকাশ : ০৭ মার্চ ২০১৯, ১৮:০৫

সাহস ডেস্ক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নব-নির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম আজ বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১২টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দসহ ডিএনসিসি’র সকল কাউন্সিলর এ সময় উপস্থিত ছিলেন।

এআগে নব-নির্বাচিত মেয়র হিসেবে গণভবনে তিনি শপথ গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথবাক্য পাঠ করান।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে মেয়র আতিক বলেন, ‘আজ ঐতিহাসিক ৭ মার্চ। আজই ডিএনসিসির মেয়র হিসেবে প্রধানমন্ত্রীর কাছে আমি শপথ গ্রহণ করি। এসময় শেখ হাসিনা আমাকে বলেছেন, তিনি পরিষ্কার-পরিচ্ছন্ন ঢাকা শহর দেখতে চান। আসুন আমরা যেভাবে নিজেদের ঘর সুন্দর করে গুছিয়ে রাখি, আমাদের ঘরের বাইরে আশেপাশের পরিবেশকেও সুন্দর ও পরিচ্ছন্ন রাখি। আমরা সবাই নির্দিষ্ট জায়গায় ময়লা-আবর্জনা ফেলে ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখতে পারি।’

ডিএনসিসি’ন নব-নির্বাচিত মেয়র বলেন,‘আসলে আমরা সবাই ঢাকার মেয়র। তাই সকল কাউন্সিলর, রাজনীতিবিদ, অ-রাজনীতিবিদ, খেটে খাওয়া মানুষসহ সকলস্তরের মানুষকে নিয়ে সকলের জন্য কাজ করতে চাই। আমি সবার আগে দেখবো, বুঝবো তারপর কাজ করবো। লোক দেখানোর জন্য আমি কিছু করতে চাই না।’

পরে দুপুর ১টায় তিনি বনানী কবরস্থানে গিয়ে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শাহাদাতবরণকারি জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের সদস্যবৃন্দ এবং জাতীয় চার নেতার কবর জিয়ারতের পাশাপাশি পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁদের শ্রদ্ধাভওে স্মরণ করেন।

তিনি এ সময় তাঁর পিতা-মাতা, প্রয়াত মেয়র আনিসুল হক ও প্যানেল মেয়র মো. ওসমান গণির কবর জিয়ারত করেন।

ডিএনসিসির সকল কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত