লাশ পুড়ে কয়লা

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১৮

সাহস ডেস্ক

রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বেশ কিছু লাশ পুড়ে কয়লা হয়ে গেছে। চেহারা দেখে সেগুলো শনাক্ত করার জো নেই।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখন পর্যন্ত ৬৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। যেসব লাশের চেহারা চেনা যাচ্ছে, তাদের ময়নাতদন্ত করে এদিনই স্বজনদের বুঝিয়ে দেয়া হবে। তবে কিছু লাশ পুড়ে কয়লা হয়ে গেছে। সেগুলো চেহারা দেখে বা ফিঙ্গারপ্রিন্টে শনাক্ত করার উপায় নেই। তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এতে কিছু সময় লাগবে।

ঢামেক মর্গের সামনে সোহেল মাহমুদ বলেন, আমরা কয়েকটি ইউনিটে ভাগ হয়ে কাজ করছি। ফলে লাশ শনাক্তে কোনো সমস্যা হবে না। এর আগে সাভারের রানা প্লাজাধসের ঘটনায় একই ধরনের কাজ করি আমরা।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী সকালে জানান, ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও লাশ থাকতে পারে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত এ সংখ্যা জানা যাবে না। উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত