চারলেন হচ্ছে এলেঙ্গা-রংপুর সড়ক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৮

সাহস ডেস্ক

দেশের সব মহাসড়ক চার লেনে রূপান্তর করার অংশ হিসেবে এবার টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর মডার্ন মোড় পর্যন্ত চার লেন করা হচ্ছে। এরপর রংপুর থেকে বুড়িমারী পর্যন্ত মহাসড়কটিও চার লেন করা হবে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়।

প্রকল্পে ব্যয় হবে ৭৬৯  কোটি ৩৯ লাখ টাকা। এ প্রকল্পসহ মোট এক হাজার ৭৪২ কোটি টাকা ব্যয়ে মোট সাতটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত