‘২০২৫ সাল নাগাদ ঢাকা-বরিশাল রেল সংযোগ স্থাপিত হবে’

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪২

সাহস ডেস্ক

২০২৫ সাল নাগাদ ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বরিশালের পায়রা বন্দর পর্যন্ত রেল সংযোগ স্থাপিত হবে।

আজ সোমবার (১৮ ফেব্রুয়ারি) সংসদে বিরোধী দলের সদস্য মো. রুস্তম আলী ফরাজীর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এ কথা জানান।

তিনি বলেন, দেশের সকল জেলায় রেল সংযোগ স্থাপন করে আপামর জনসাধারণকে স্বল্প খরচে নিরাপদ ও স্বাচ্ছন্দময় পরিবহন সেবা প্রদানের লক্ষ্যে সরকার কাজ করছে। দেশের দক্ষিণাঞ্চলের মানুষের বহুদিনের লালিত স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ কাজ চলমান রয়েছে।

রেলপথ মন্ত্রী বলেন, পাশাপাশি পদ্মা সেতুতে রেল সংযোগ স্থাপনের কাজও চলছে। পদ্মা সেতু হয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত রেল সংযোগ স্থাপনের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত