হাতীবান্ধায় খাদ্যে ভেজালের দায়ে কারখানা মালিকের জেল

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫০

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় ভেজাল খাদ্য তৈরীর দায়ে মক্কা বেকারি নামে একটি রুটি কারখানা মালিককে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন ওই বেকারির মালিক মামুনুর রশিদ মামুনকে (৩৮) ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল-হাজতে প্রেরণ করেন। মামুনুর রশিদ মামুন ওই উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের মোখলেছার রহমানের পুত্র বলে জানা গেছে। 

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিনের নেতৃত্বে ওই রুটি-বিস্কুটের কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ভেজাল খাদ্য তৈরীর পাশাপাশি পচা ও বাসী খাদ্যদ্রব্য রাখাসহ খাদ্যে বিভিন্ন কেমিক্যাল ব্যবহারের দায়ে বেকারি মালিক মামুনুর রশিদ মামুনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। কারাদণ্ড প্রাপ্ত মামুনকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত