আদমদীঘিতে পিকনিকের বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৯

সাহস ডেস্ক

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে পিকনিকের বাসের ধাক্কায় জিয়াউল হক জিয়া (৩০) নামে বাইসাইকেল আরোহী এক চালকল শ্রমিক নিহত হয়েছেন।

১১ ফেব্রুয়ারি (সোমবার) সকালে সান্তাহার-নওগাঁ বাইপাস সড়কের পালকি কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা পিকনিকের ৩-৪টি গাড়ি ভাংচুর করেন।

নিহত জিয়া নওগাঁ শহরের পার-নওগাঁ চকআবদাল এলাকার আবু তালেব সরদারের ছেলে। তিনি সান্তাহারের ইছামতি রাইচ মিলে কাজ করতেন।

সান্তাহার পুলিশ ফাঁড়ির এসআই আবদুল ওয়াদুদ জানান, ‘সোমবার সকালে জিয়া বাড়ি থেকে বাইসাইকেলে মিলে যাচ্ছিলেন। তিনি সান্তাহার-নওগাঁ বাইপাস সড়কে পালকি কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছলে তিলকপুর প্রি-ক্যাডেট মাদ্রাসার রাজশাহীগামী পিকনিকের একটি বাস ধাক্কা দিয়ে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই চালকল শ্রমিক জিয়া মারা যান।’

তিনি জানান, ‘এ সময় উত্তেজিত জনতা পিকনিকের ৩-৪টি গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।’

তিনি আরো জানা, ‘বাসটি জব্দ করলেও এর চালক হেলপার পালিয়ে গেছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত