নারী আসনে আরও দুজনের নাম ঘোষণা আ. লীগের

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫০

সাহস ডেস্ক

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নাদিয়া ইয়াসমিন জলি ও রত্না আহমেদ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এর আগে শুক্রবার সংরক্ষিত নারী আসনের জন্য ৪১ জনের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। এই দুজনকে নিয়ে সংরক্ষিত নারী আসনে তাদের মনোনীত প্রার্থীর সংখ্যা হলো ৪৩ জন।

শনিবার (৯ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাবনা থেকে নাদিরা ইয়াসমিন জলি ও নাটোর থেকে রত্না আহমেদকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে। এ ছাড়াও এতে পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মো. আনোয়ার সাদাত সম্রাটকে দলীয় মনোনয়ন দেওয়া হয় বলেও জানানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারিবাসভবন গণভবনে শনিবার বিকেল সাড়ে ৪টায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক যৌথসভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত