সিরাজগঞ্জে পিকাপচাপায় জবি শিক্ষার্থী নিহত

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০১৯, ০২:১৯

সোহাগ লুৎফুল কবির

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে পিকাপ ভ্যানের চাপায় এএসএম জুলহাস নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বড় ভাই একেএম জাকারিয়া গুরুতর আহত হয়েছেন। নিহত জুলহাস ও আহত জাকারিয়া বগুড়া জেলা শহরের বৃন্দাবন পাড়া এলাকার তারাজুল ইসলামের ছেলে। জুলহাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, জুলহাস ও জাকারিয়া মোটরসাইকেল যোগে ঢাকা থেকে বগুড়ায় যাচ্ছিলেন। তারা ঝাঐল ওভার ব্রিজ এলাকায় পৌঁছালে একটি পিকাপ ভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে জুলহাসের মৃত্যু হয়। আহত জাকারিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত