আওরঙ্গজেবকে নৌবাহিনী প্রধান করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৯, ১৩:৩০

সাহস ডেস্ক

নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেলেন আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী। আওরঙ্গজেবকে নৌবাহিনী প্রধান করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অল ইউরোপীয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের সভাপতি আওরঙ্গজেবের বাল্যবন্ধু কাজী এনায়েত উল্লাহ।

গত ২০ জানুয়ারি (রবিবার) প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে নৌপ্রধান নিয়োগের কথা জানানো হয়। তিনি এডমিরাল এম নিজাম উদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

রিয়াল এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী তিন বছর ধরে উপকূল রক্ষী বাহিনী-কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আগামী ২৬ জানুয়ারি (শনিবার) ভাইস এডমিরাল হিসেবে পদোন্নতি নিয়ে নৌবাহিনীর প্রধানের দায়িত্ব নেবেন তিনি।

এক শুভেচ্ছা বার্তায় কাজী এনায়েত উল্লাহ বলেন, ‘আমি অনেক আনন্দিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাই যোগ্য নেতৃত্বকে গুরত্ব দেয়ায়।’

তিনি আরো বলেন, ‘আওরঙ্গজেব আমার বাল্যবন্ধু, ছোটবেলা থেকেই তাকে চিনি জানি। তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশের নৌ সীমান্ত সুরক্ষিত থাকার পাশাপাশি নৌবাহিনী তার লক্ষ অর্জনে সক্ষম হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত