একাত্তরের মানবতাবিরোধী অপরাধ

জয়পুরহাট-১, বিএনপি থেকে আলীমপুত্র পেলেন চিঠি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০১৮, ১২:৫৭

জয়পুরহাট-১ আসনে কৌশলগত কারণে দুজনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তারা হলেন জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান এবং বিএনপির কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির জ্যেষ্ঠ সদস্য ফয়সল আলীম।

গতকাল সোমবার (২৬ নভেম্বর) তাদের এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয়।

ফয়সল আলীম সাবেক মন্ত্রী বিএনপি নেতা আবদুল আলীমের বড় ছেলে। আবদুল আলীমকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন কারাভোগ করার সময় মারা যান। জয়পুরহাট-১ আসনে তিনি বিএনপি থেকে একাধিকবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাসনামলে মন্ত্রী ছিলেন।

২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান জেলার-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী খাজা সামছুল আলমকে ৩৪ হাজার ২৯২ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তবে ২০১৪ সালে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী সামছুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন। মোজাহার আলী গত ৫ জানুয়ারি মারা যান।

এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ সামছুল আলম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত