নারায়ণগঞ্জে স্টিল মিলে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৮, ১০:৪২

সাহস ডেস্ক

নারায়ণগঞ্জের মদনপুরে মোন্তাহার স্টিল মিলের দগ্ধ শ্রমিকদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। এরা হলেন মাসুম মিয়া ও নয়ন মিয়া। নিহত দুইজনেরই শরীরের ৯০ শতাংশ ঝলসে গিয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২৩ নভেম্বর (শুক্রবার) দিবাগত রাত ২টায় মাসুম ও সাড়ে ৩টার দিকে নয়ন মারা যান।

নিহত মাসুম বগুড়ার সোনাতলা উপজেলার রানীপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তার মামা শাহ আলম জানান, মাসুম ওই স্টিল মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহত নয়ন মুন্সীগঞ্জ জেলার আব্দুর রশিদ ঢালীর ছেলে। তার সহকর্মী মো. রাজু জানান, নয়নও ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খান।

তিনি জানান, নারায়ণগঞ্জে স্টিল মিলে ১৩ জন শ্রমিক দগ্ধ হয়েছিলেন। এদের মধ্যে মাসুম ও নয়ন নামে দুইজনের মৃত্যু হলো। বাকি দগ্ধ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মদনপুরে মোন্তাহার স্টিল মিলে রড তৈরির জন্য লোহা গলানোর সময় গলিত লোহা গায়ে পড়ে ১৩ শ্রমিক দগ্ধ হয়েছিলেন।

চিকিৎসাধীন দগ্ধরা শ্রমিকেরা হলেন রুপক (২০), সুজন (২৮), রানা (২২), আরিফ (২২), সজিব (২৫), গোপাল মণ্ডল (২৬), সালাউদ্দিন (২৫), কবির (৩৫), জাফর (২৫), মানিক (২৬) ও শাকিল (২৫)।

মোন্তাহার স্টিল মিলের শ্রমিক আবু রায়হান বলেন, শুক্রবার দুপুরে রড তৈরির জন্য মালামাল গলানোর কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় গলিত লোহা গায়ে পড়ে ওই ১৩ শ্রমিক দগ্ধ হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত