বিআইডব্লিউটিএ’র গুদামে আগুন, পরিদর্শনে নৌপরিবহনমন্ত্রী

প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৮, ১৭:১১

সাহস ডেস্ক

নারায়ণগঞ্জ শহরের খানপুরে বিআইডব্লিউটিএ’র গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বিআইডব্লিউটিএ’র জেটির সামনের মাঠে থাকা কেমিক্যালের প্লাস্টিকের পাইপে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে মাঠের সঙ্গে থাকা গুদাম ঘরেও আগুন ছড়ায়।

শুক্রবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে দুপুর সাড়ে ১২টার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শাজাহান খান বলেন, আমাদের ড্রেজারের প্রায় ৪৮ হাজার ফিট প্লাস্টিকের পাইপ রয়েছে। এগুলো মূলত ইতালি থেকে আমদানি করা কেমিক্যালের পাইপ। এগুলোর মূল্য প্রায় ১৫ কোটি টাকা। সেখানে হঠাৎ আগুন লেগে যায়। আর প্লাস্টিকের পাইপ থাকায় দ্রুত ছড়িয়ে যায়।

নায়ারণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন বলেন, গুদামের বাইরে রাখা ড্রেজিং পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা গুদামে ছড়িয়ে পড়ে। গুদামের ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন মণ্ডল জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। এরইমধ্যে মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও আদমজীর ৮টি ইউনিট কাজ করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত