ফেনীতে দশ হাজার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৮, ১২:৩৯

সাহস ডেস্ক

ফেনীর সদর উপজেলায় একবটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে দশ হাজার ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (৮ অক্টোবর) উপজেলার লালপোল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- ফরিদপুর জেলার মোশারফ মিয়ার ছেলে মো. সোহেল (২৩), রাজবাড়ী জেলার মো. বদর উদ্দিনের ছেলে রাসেল শেখ (২০), একই জেলার আক্কাস আলী মোল্লার ছেলে রুবেল মোল্লা (২৬) ও আবদুল কাদের শেখের ছেলে মো. ফরিদ (২৫)।

ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু আবদুল্লাহ জাহিদ বলেন, গোপনে খবর পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম লালপোল এলাকায় অবস্থান নেয়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করলে দশ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে ওই ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে ওসি আবুল কালাম আজাদ জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত