সেতু আছে নেই সড়ক মাটিয়ান হাওরে

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪৪

নুর উদ্দিন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাটিয়ান হাওরে সড়ক ছাড়াই করে সেতু নির্মাণ করেছে প্রকল্প বাস্তবায়ন অফিস। অপরিকল্পিত সেতুটি এলাকাবাসীর কোনো কাজেই আসছে না। সেতু নির্মাণে প্রায় ৩১ লাখ টাকা গচ্ছা গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৭-১৮ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নে গাজীপুর গ্রাম হতে জামালগড় গ্রাম পার্শ্ববর্তী তাহিরপুর-বাদাঘাট এলজিইডি সড়ক পর্যন্ত মাটিয়ান হাওরের মধ্যে ডুবন্ত সড়কে সেতু নির্মাণ করা হয়। ৪০ ফুট দৈর্ঘের এ সেতু নির্মাণে ব্যয় ধরা হয় ৩০ লাখ ৯০ হাজার টাকা। ২০১৮ সালের মে মাসে সেতুটির নির্মাণ কাজ শেষ করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়।

স্থানীয় লোকজন জানান, গাজিপুর গ্রাম থেকে তাহিরপুর-বাদাঘাট সড়কের দূরত্ব ২ কিলোমিটার। এ দু’কিলোমিটার ডুবন্ত সড়ক বার মাস চলাচল উপযোগী করে নির্মাণ না হওয়া পর্যন্ত সেতুটি তাদের কোন কাজে আসবে না।

তাহিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী সুব্রত দাস বলেন, সড়ক না থাকায় ব্রিজটি অগুরুত্বপূর্ণ মনে হচ্ছে। সড়ক তৈরী করা হলে গুরুত্বপূর্ণ হবে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত