শহিদুল আলম ডিবির হেফাজতে

প্রকাশ : ০৬ আগস্ট ২০১৮, ১১:৫১

সাহস ডেস্ক

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানিয়েছেন, দৃক ফটোগ্যালারির প্রতিষ্ঠাতা ও ফটো সাংবাদিক শহিদুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আজ সোমবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) আবদুল বাতেন বলেন, ‘শহিদুল আলম গোয়েন্দা পুলিশের সদস্যদের কাছে আছেন।’

খ্যাতনামা আলোকচিত্রশিল্পী শহিদুলকে কেন নিয়ে আসা হয়েছে—এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা আর কিছু বলতে চাননি।  

গতকাল রবিবার রাত পৌনে ১১টার দিকে শহিদুল আলমকে ধানমণ্ডির ৯/এ সড়কের বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। রাতেই এ ঘটনায় ধানমণ্ডি থানায় লিখিত অভিযোগ করেছেন রেহনুমা আহমেদ।

শহিদুল আলমের সহকর্মী সাইদিয়া গুলরুক বলেন, ‘আমরা একই বাসার তৃতীয় তলায় থাকি। শহিদুল আলম থাকেন চতুর্থ তলায়। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ চিৎকার শুনে নিচে এসে দেখি দাড়োয়ানরা ভীত অবস্থায় দাঁড়িয়ে আছে। আমরা সেখানে সিসি ক্যামেরা ও ইন্টারকম ভাঙা দেখতে পাই। তখন দাড়োয়ানরা আমাদের জানায়, ১২-১৩টা গাড়িতে আসা ৩০-৩৫ জন লোক শহিদুল ভাইকে নিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা এ ব্যাপারে ধানমন্ডি থানায় অভিযোগ করেছে। দাড়োয়ানদের কাছ থেকে পাওয়া একটি গাড়ির নাম্বার আমরা এজাহারে দিয়েছি।’

ধানমন্ডি থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মহিদুল ইসলাম বলেন, ‘শহীদুল আলমকে কে বা কারা বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে বলে পরিবার থানায় এসে অভিযোগ করেছে। এ বিষয়ে জিডি দায়েরের প্রস্তুতি চলছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত