ঘাটাইলে ধর্ম শিক্ষক কর্তৃক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি

প্রকাশ : ২৯ জুলাই ২০১৮, ১৯:৪৯

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে ধর্মীয় শিক্ষক কর্তৃক এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদে দুই ঘণ্টা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা।

রবিবার দুপুরে ঘাটাইল এসই বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘাটাইল কলেজ মোড় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পুলিশ ও শিক্ষার্থীরা জানান, ঘাটাইল এসই বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির যমুনা শাখার ছাত্রী ধর্মীয় শিক্ষক এনামুল হকের কাছে কোচিং সেন্টারে পড়ত। শ্লীলতাহানির শিকার ছাত্রীর অভিযোগ শিক্ষক এনামুল তাকে কুপ্রস্তাব দিত। গত ২৫ জুলাই অভিযুক্ত শিক্ষক এনামুল কোচিং এ তাকে একা পেয়ে শ্লীলতাহানি করে।

প্রতিবাদে রবিবার দুই ঘণ্টা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বুলবুলি বেগম জানান, বিষয়টি জানার পর ২৬ জুলাই ছাত্রীর বাড়িতে যাই এবং তাদের অভিযোগ দিতে বলি। লিখিত অভিয়োগের পর শিক্ষক এনামুলক হককে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে এবং তাকে পাঠদান থেকে বিরত রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ জানান, বিষয়টি আমি আজই অবগত হয়েছি। তদন্ততের জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্টের পেক্ষিতে অভিযুক্ত শিক্ষককের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত