কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত

প্রকাশ : ২৭ জুলাই ২০১৮, ১০:৫৮

সাহস ডেস্ক

কুমিল্লার তিতাস উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছেন। এসময় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

বন্দুকযুদ্ধে নিহতেরা হলেন- কুমিল্লার তিতাস উপজেলার উত্তর মানিকনগরের খোরশেদের ছেলে আল-আমিন (৩০) ও কুমিল্লার বুড়িচং থানার কংশনগর চরেরপাড় গ্রামের নুরুল ইসলামের ছেলে এরশাদ (৩২)। 

জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিতাসের নারান্দিয়া এলাকার কবরস্থানের কাছে ১২/১৩ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি টিম এবং তিতাস থানার রাত্রিকালীন মোবাইল টিম যৌথভাবে অভিযান চালায়। এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এক পর্যায়ে পুলিশ সাত ডাকাতকে আটক করে, অন্যরা পালিয়ে যায়। এর মধ্যে গুলিবিদ্ধ দুইজনকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

ঘটনাস্থল থেকে দুইটি দেশি এলজি, চার রাউন্ড কার্তুজ, তিনটি ছোরা ও লোহার রড জব্দ করা হয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত