ঝুঁকি নিয়ে চলছে যানবাহন টাঙ্গাইল গোডাউন ব্রিজে

প্রকাশ : ২৩ জুলাই ২০১৮, ১৮:৪১

তপু আহম্মেদ

টাঙ্গাইল পৌরশহরের গুরুত্বপূর্ণ গোডাউন ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্রিজটির গোড়ায় দেখা দিয়েছে ফাটল। প্রতিনিয়তই ব্রিজের নিচের অংশের ডালাই ধ্বসে পড়ছে। এতে করে মারাত্বক হুমকি মধ্যে পড়েছে ব্রিজ দিয়ে চলাচলরত শত শত যানবাহন।

জানা যায়, জেলার গুরুত্বপূর্ণ সড়ক গুলোর মধ্যে অন্যতম পৌরএলাকার ১৫নং ওয়ার্ডের ঢাকা-টাঙ্গাইল সড়ক। আর ঢাকা-টাঙ্গাইল সড়কের অন্যতম প্রধান সংযোগ স্থল গোডাউন ব্রিজটি। জেলার বৃহত্তম করটিয়া হাট ও মির্জাপুর, বাসাইল, সখীপুর উপজেলার সাথে যোগাযোগের ও ঢাকাগামী উত্তরবঙ্গের যাত্রীবাহী যানবাহন এবং ঢাকা থেকে টাঙ্গাইলে প্রবেশের একমাত্র সড়কও এটি।

টাঙ্গাইল সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মো. আমিমুল এহসান জানান, ঢাকা-টাঙ্গাইল রোডের গোডাউন ব্রিজটির সংস্কার কাজ দ্রুত করা হবে। আপাদত কোন ঝুঁকি নেই বলেও তিনি দাবি করেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত