কোটা পদ্ধতি পর্যালোচনায় সাত সদস্যের কমিটি গঠন

প্রকাশ : ০৩ জুলাই ২০১৮, ১১:০০

সাহস ডেস্ক

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতি পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করেছে সরকার। এই কমিটি ১৫ কর্মদিবসের মধ্যে সরকারের কাছে সুপারিশসহ প্রতিবেদন পেশ করবে।

সোমবার (২ জুলাই) রাষ্ট্রপতি আব্দুল হামিদের নির্দেশক্রমে জনপ্রশাসন বিভাগের সচিব ফয়েজ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন এই কমিটির অন্য সদস্যরা হলেন লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সিনিয়র সচিব, অর্থ বিভাগের সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব।

জন প্রশাসন মন্ত্রণালয় সূত্র বলছে, আগামী ১৫ কর্ম দিবসের মধ্যে কমিটিকে প্রজাতন্ত্রের বিদ্যমান কোটা পর্যালোচনা বা বাতিল অথবা সংস্কারের বিষয়ে সুপারিশসহ সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত