ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়ন তুলে ধরুন: প্রধানমন্ত্রী

প্রকাশ : ৩০ জুন ২০১৮, ১৮:৩৬

সাহস ডেস্ক

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের তৃণমূল নেতাদের গ্রাম পর্যায়ে মানুষের ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকা মার্কায় ভোট চাওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমাদের সরকারের যে উন্নয়ন সেটা জনগণের কাছে তুলে ধরতে হবে। সেই সঙ্গে স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী, খুনী, দুর্নীতিবাজরা যাতে আর ক্ষমতায় না আসতে পারে সেটা আপনাদের দেখতে হবে। 

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শনিবার (৩০ জুন) দলের দ্বিতীয় পর্যায়ের বিশেষ বর্ধিত সভায় একথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দিনব্যাপী এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি মানুষের ঘরে ঘরে গিয়ে বলতে হবে নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বলেই আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আগামী নির্বাচনেও মানুষের কল্যাণের মার্কা নৌকা মার্কায় ভোট দেবেন। মানুষ সুখে থাকলে দুঃখের কথা ভুলে যায়। তাই উন্নয়নের কথা তাদের কাছে গিয়ে বলতে হবে। দেশের উন্নয়নে ও জনগণের কল্যাণে আমরা যেসব কর্মসূচি নিয়েছি সেগুলো মানুষের কাছে তুলে ধরবেন। আগামী নির্বাচনে স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, খুনী, দুর্নীতিবাজ, মানি লন্ডারিং, বঙ্গবন্ধুর খুনি এবং খুনিদের বিচারে বাধা ও আশ্রয়-প্রশ্রয়দানকারী, মাদক ব্যবসায়ীরা যাতে আর ক্ষমতায় না আসতে পারে সেটা আপনাদের দেখতে হবে।

শেখ হাসিনা আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোনো রকম দলীয় কোন্দল যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যেখানে কোন্দল আছে তা দ্রুত মিটিয়ে ফেলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। গ্রুপিং করতে গিয়ে, নিজের দল ভারী করতে গিয়ে স্বাধীনতাবিরোধী ও অন্য মতাদর্শের লোকজনকে দলে না ভিড়িয়ে নতুন কর্মী সৃষ্টি করতে হবে।

বর্ধিত সভায় চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও বরিশাল বিভাগের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মহানগরের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত