মহাসড়কে ট্রাক চালানোয় দু’ হেলপারের কারাদণ্ড

প্রকাশ : ২১ মে ২০১৮, ১৬:১০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার পাইলিং মোড়ে সোনামসজিদ মহাসড়কে চালক না হয়েও লাইসেন্স ছাড়াই ট্রাক চালানোর অপরাধে দুই হেলপারকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ভ্রাম্যামাণ আদালতে তিনদিন করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। 

রবিবার দুপুরে দণ্ডিতরা হলেন, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া ভদ্রা এলাকার রাজ্জাক আলীর ছেলে সুমন (২৫) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার  মহারাজপুরের বিশু আলীর ছেলে নাইম ইসলাম (২২)।

শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরমান হোসেন জানান, দুপুর ১২টায় পাইলিং মোড়ে দ্রতবেগে খালি ট্রাক নিয়ে সোনামসজিদ অভিমুখে যাবার সময় ২টি ট্রাকের গতিরোধ করা হয়। এসময় চালকদের লাইসেন্স দেখতে চাওয়া হলে তারা তা দেখাতে ব্যর্থ হন।

এ সময় তাদেরকে গ্রেপ্তার করার পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত চালক না হয়েও ট্রাক চালানোর অপরাধে তাদেরকে ৩ দিনের কারাদণ্ড প্রদান করেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত