বাগেরহাটে চার রোহিঙ্গাসহ পাঁচ জন আটক

প্রকাশ : ১৫ মার্চ ২০১৮, ১৮:১০

সাহস ডেস্ক

বাগেরহাট শহরের রাহাতের মোড় এলাকার হোটেল রহমত থেকে চার রোহিঙ্গাসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ মার্চ) সকালে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, টেকনাফ লেদা মেকসি ফটো ক্যাম্পের সোনা আলী (৬০), তার মেয়ে রশিদা (২৬), টেকনাফ আলী হালী ক্যাম্পের আবু তাহেরের মেয়ে মিনারা (২০) ও আ. সালামের মেয়ে বেবি (২২) এবং কক্সবাজারের মহিষখালীর জাগিরাঘোনা গ্রামের তোফায়েল আহম্মেদের ছেলে ইলিয়াস (৩১)।

বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন।

আটক ইলিয়াস হোসেন জানান, তিনি ঢাকার মুগদা এলাকায় থাকেন এবং গুলিস্থানে হকারী করেন। চার রোহিঙ্গার সঙ্গে তার ঢাকায় পরিচয় হয়। পরে তাদের পথ চিনিয়ে বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.) মাজারে নিয়ে আসেন তিনি। বুধবার মাজার জিয়ারত শেষে তারা হোটেল রহমতে রাতে থাকার জন্য যান। বৃহস্পতিবার সকালে তাদের আবার ঢাকায় নিয়ে এসে ডাক্তার দেখিয়ে, বাসে তুলে দেওয়ার কথা ছিল।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল রহমত থেকে তাদের আটক করা হয়। তারা মাজারে ঘুরতে এসেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

সাহস২৪.কম/ মেহেদী হাসান রনি/ আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত