বেগম জিয়ার রায়ের কপি চাইবে দুদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩৭

সাহস ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের কপি চেয়ে আবেদন করবে দুর্নীতি দমন কমিশনও (দুদক)। 

১১ ফেব্রুয়ারি (রবিবার) দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল আবেদন করার বিষয়টি জানান। 

মোশাররফ হোসেন কাজল বলেন, খালেদার মামলাটিকে বিশেষ গুরুত্ব সহকারে দেখছে না দুদক। অন্য মামলাগুলোর মতোই এ মামলা চলবে। তবে মামলার রায়ের কপি চেয়ে আমরা আদালতে আবেদন করবো।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ৫ বছর ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত। বিএনপি চেয়ারপারসনের রায় ঘোষণার পর তার আইনজীবীরা মামলার কপি চেয়ে আবেদন করেন। ঢাকার বকশীবাজার কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ আদালতে বিশেষ জজ ৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় দেন।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত