আবাসিক খাতে গ্যাস দেওয়া হবে না : প্রতিমন্ত্রী বিপু

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২২

তপু আহম্মেদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি বলেছেন, আবাসিক খাতে গ্যাস দেওয়া হবে না। এটা সম্পূর্ণভাবে বন্ধ। ভবিষ্যতেও দেওয়া হবে না।

আবাসিক গ্রাহকরা এলপিজি গ্যাস ব্যবহার করুক এমন মন্তব্য করে তিনি বলেন, যে সকল নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হচ্ছে সে সকল গ্যাস আমরা ব্যবহার করবো শিল্প এলাকায়। পরিকল্পিত শিল্প এলাকায় নতুন গ্যাস সংযোগ দেওয়া হবে। এলএমজিও আসছে শিল্প এলাকায় ব্যবহারের জন্য।

মঙ্গলবার টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে বেসরকারি পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠান হাজী আবুল হোসেন ইন্সটিটিউট অব টেকনোলজি (হ্যাবিট) আয়োজিত দিনব্যাপী  “হ্যাবিট ইয়ুভ ফ্যাস্টিভ্যাল-২০১৮” এ উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হাজী আবুল হোসেন ট্রাস্ট এর চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা হাজী আবুল হোসেন এর স্ত্রী বেগম হোসনে আরা, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, যশোর-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম, টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান, সংরিক্ষত মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম, জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনি, টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটি ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোবিন্দ চন্দ্র পাল প্রমুখ।

হাজী আবুল হোসেন ট্রাস্ট এর কো চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেন এর সঞ্চালনায় হ্যাবিট এর দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ইয়ুভ ফ্যাস্টিভ্যাল স্থলে সৃষ্টি হয় এক মিলন মেলার।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত