চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৮, ১৫:১০

চাঁপাইনবাবগঞ্জে রশিদা বেগম (২৬) নামে এক গৃহবধূর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে শহরের রামকৃষ্টপুর মহল্লা থেকে তার লাশ উদ্ধার করা হয়। গৃহবধূ রশিদা ওই মহল্লার হুমায়ন কবিরের ছেলে লেদমিস্ত্রি মিজানুর রহমানের (৩০) স্ত্রী ও সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল গ্রামের রইসউদ্দিনের মেয়ে।

গৃহবধূর স্বজনদের দাবি, রশিদাকে হত্যার পর তার দেহ আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ১১ বছর পূর্বে রশিদার সাথে আপন খালাত ভাই মিজানুরের বিয়ে হলেও তাদের দাম্পত্য জীবনে কোন সন্তান হয়নি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ ছিল। এমনকি মিজানুর দ্বিতীয় বিয়ের অনুমতি চাইলেও তা প্রদানে অস্বীকৃতি জানিয়ে আসছিল রশিদা।

সোমবার দিবাগত রাত ১০টার দিকে পারিবাবরিক কলহের এক পর্যায়ে রশিদা গায়ে কেরাসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। এসময় মিজানুর ও তার পরিবারের সদস্যরা রশিদাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা রাশিদাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সকাল ১০টার দিকে রশিদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে, রশিদার স্বামী বা শ্বশুরবাড়ির কাউকেই পায়নি পুলিশ। বাড়ি তালাবদ্ধ, সবাই পলাতক।

নিহত রশিদার বোন তানজিলা বেগমের অভিযোগ, তার বোনকে হত্যা করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা জানান, ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত