নতুন শিক্ষা বোর্ড পেল ময়মনসিংহ

প্রকাশ : ৩০ আগস্ট ২০১৭, ১৬:১১

সাহস ডেস্ক

২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ৪টি জেলা নিয়ে বিভাগে রূপান্তরিত হয় ময়মনসিংহ। এরপর চলতি বছর ‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ’ নামে নতুন একটি সাধারণ শিক্ষা বোর্ড স্থাপন করা হলো। 

গত ২৮ আগস্ট এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এটির মাধ্যমে দেশের সাধারণ শিক্ষা বোর্ডের সংখ্যা হলো নয়। আর মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে মোট বোর্ডের সংখ্যা দাঁড়াল ১১।

নতুন এই বোর্ডের অধীনে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার পরীক্ষাসংক্রান্ত কার্যক্রমগুলো দেখা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত