টেকসই প্রবৃদ্ধির উপায় খুঁজতে বৈঠক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৭, ১৩:৩৭

সাহস ডেস্ক

পুঁজিবাজারের স্বাভাবিক অবস্থা তৈরি করতে নড়েচড়ে বসছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বাজার পরিস্থিতি পর্যালোচনা করতে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের বৈঠকে ডেকেছে সংস্থাটি।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে বিএসইসির সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএসইসি সূত্রে এতথ্য জানা যায়।

দীর্ঘ মন্দার পর গত বছরের নভেম্বরের মাঝামাঝি সময় থেকে গতিশীল হয়ে উঠতে থাকে দেশের পুঁজিবাজার। বাজারে গতিশীলতা ফেরাতে এর আগে প্রায় পাঁচ বছর নিয়ন্ত্রক সংস্থাসহ সংশ্লিষ্টরা অনেক দৌঁড়ঝাপ করতে হয়েছে। সংস্কার করা হয়েছে অনেক আইন-কানুন।

অনেকদিন পর বাজারের গতিশীলতায় সবার মুখে হাসি ফুটলেও গত ৪/৫ দিনের বাজার আচরণে তাঁদের চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে। গত ১৭ কার্যদিবসের মধ্যে বাজারে মাত্র একদিন মূল্য সংশোধন হয়েছে। গত পাঁচ দিনে ডিএসইএক্স সূচক ২৬৪ পয়েন্ট বা প্রায় ৫ শতাংশ বেড়ে ৫ হাজার ৪২২ পয়েন্টে উন্নীত হয়েছে।বাজার এমন বিরতিহীন উর্ধগতিতে ছুটতে থাকলে এর স্থায়ীত্বশীলতা ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বাজার পরিস্থিতি সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির একজন কর্মকর্তা  বলেন, আমরা বাজার পরিস্থিতি নিয়ে শঙ্কিত নই, তবে কিছুটা উদ্বিগ্ন।বাজারে গতিশীলতা আমরাও চাই। তবে সেটি হতে হবে টেকসই। রাতারাতি মূল্যসূচক বেড়ে যাওয়াটা ভাল বিষয় নয়। বাজার ধীরে ধীরে সামনে এগুলে সেটি টেকসই হয়। আমরা টেকসই প্রবৃদ্ধি দেখতে চাই বাজারে।

বৈঠকের বিষয়ে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান  বলেন, বৈঠকটি নিয়মিত কার্যক্রমের অংশ। এর আগে বাজার যখন খারাপ ছিল তখনও আমরা স্টেকহোল্ডারদের সঙ্গে বসেছি। এখন বাজার অনেক বেশি গতিশীল। এখনও আমরা পরিস্থিতি পর্যালোচনা করতে চাই। বাজারে ঝুঁকির মাত্রা কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, কিভাবে প্রবৃদ্ধির ধারাকে টেকসই করা যায় সে সব বিষয় নিয়ে আলোচনা হবে।

তিনি বলেন, বাজার পরিস্থিতি ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে বৈঠকে। সম্প্রতি দেশব্যাপী উন্নয়ন মেলা হয়েছে, অনেক জায়গায় আমরা অংশ নিয়েছি। এসব বিষয়ও আলোচনায় স্থান পাবে।

বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান বৈঠকে সভাপতিত্বে এতে দেশের দুই স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক, মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠন বিএমবিএ, ডিএসই ব্রোকার অ্যসোসিয়েশন, সিএসই ব্রোকার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, শীর্ষ সম্পদ ব্যবস্থাপক কোম্পানি, মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারহাউজের প্রধান নির্বাহীকে বৈঠকে উপস্থিত থাকবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত