ঢাকা ছাড়লেন শি জিনপিং

প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৬, ১১:২৫

সাহস ডেস্ক

২২ ঘণ্টার ঐতিহাসিক সফর শেষে ঢাকা ছাড়লেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল বাংলাদেশে আসেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

শনিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার পর  প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজটি ভারতের গোয়ার উদ্দেশে শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে।

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল চীনা প্রেসিডেন্টকে বিদায়ী অভিবাদন জানায়। এরপর লাল লালিচার উপর দিয়ে চীনা প্রেসিডেন্টকে উড়োজাহাজ পর্যন্ত পৌঁছে দিয়ে বিদায় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

এর আগে সকাল ৯টার দিকে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছে মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন চীনের প্রেসিডেন্ট। সেখানে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ।

এ সময় বিমানবন্দরে আরো উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, পররাষ্ট্রসচিব মো.শহীদুল হক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত